প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২১, ১০:৫৫ এ.এম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ
সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা প্রতিনিধি: গত ২৭-০৩-২০২১ শনিবার স্বাধীনতার ৫০বছর (সুবর্ণ জয়ন্তী) এবং মুজিব বর্ষ উপলক্ষে- উপজেলা প্রশাসন, দেবহাটা, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ" বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের লাল গালিচায় সম্মান প্রদর্শন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মজিবর রহমান, চেয়ারম্যান - উপজেলা পরিষদ দেবহাটা ও সভাপতি- বাংলাদেশ আওয়ামী লীগ, দেবহাটা উপজেলা পরিষদ। মোছাঃ তাসলিমা খাতুন, নির্বাহি অফিসার, দেবহাটা উপজেলা। মোঃ মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবহাটা উপজেলা পরিষদ।। উপস্থিত ছিলেন রতন, চেয়ারম্যান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা, এছাড়া আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গুরুত্বপূর্ণ যে দশটি বিষয় তা হলো ১. আশ্রয়ন প্রকল্প। ২.নারীর ক্ষমতায়ন। ৩. শিক্ষা সহায়তা কর্মসূচি। ৪. ডিজিটাল বাংলাদেশ। ৫. আমার বাড়ি আমার খামার। ৬. ঘরে ঘরে বিদ্যুৎ। ৭. বিনিয়োগ বিকাশ। ৮. সামাজিক নিরাপত্তা কর্মসূচি। ৯. পরিবেশ সুরক্ষা। ১০. কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য। এই দশটি বিশেষ বিষয়গুলো অস্থায়ী কক্ষ তৈরি করে অত্যন্ত মনমুগ্ধকর পরিবেশে উপস্থাপন করা হয়। উপজেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ উপজেলার অবস্থানরত এনজিও যৌথ প্রচেষ্টায় মুক্তিযোদ্ধাদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com