প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২১, ৫:৪৬ পি.এম
গাজীপুরের কোনাবাড়িতে বিয়ের প্রলোভনে নারী পোশাক শ্রমিক ধর্ষণ।।মানুষের কল্যাণে প্রতিদিন
নাসরিন পারভীন মিমিঃ
গাজীপুরের কোনাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তৈরি পোশাক শ্রমিককে (৩০) ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।
এ ঘটনায় আজ সকালে কোনাবাড়ী থানায় মোঃ মজনু মিয়া (৫০) কে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।
মজনু কোনাবাড়ী থানার জরুন এলাকার মৃত্যু নাজিম উদ্দিন এর ছেলে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী কোনাবাড়ীর জরুন এলাকার মোসমের বাড়ি ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো।
পাশের বাড়ির মালিক মজনু সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাস থেকে বিভিন্ন সময় তাঁকে ধর্ষণ করে আসছে।
ভুক্তভোগী ওই নারী বিয়ের কথা বললে বিভিন্ন ভাবে তালবাহানা করে গা-ঢাকা দিয়ে থাকে অভিযুক্ত মজনু । সকালে তাকে প্রধান আসামি করে কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযুক্ত মজনুকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com