পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মতদ্বৈততার কারণে পদত্যাগ করেছেন তিনি। খবর বিবিসি, মিরর। ডেভিড ডেভিসকে ২০১৬ সালে মন্ত্রিসভায় আনেন থেরেসা মে।এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানায়, রোববার ডেভিসের পর তার দপ্তরের উপমন্ত্রী স্টিভেন বেকারও পদত্যাগ করেছেন।প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সোমবার পার্লামেন্টের মুখোমুখি হওয়ার আগে ডেভিসের এই পদত্যাগ সরকারের জন্য একটি বড় ধাক্কা হয়ে এলো। পদত্যাগপত্রে ডেভিস জানায়, প্রধানমন্ত্রী থেরেসা মে যে নীতি আর কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন তাতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারবে বলে তার মনে হচ্ছে না।এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেভিস সরে যাওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য যে দায়িত্ব তিনি এতদিন পালন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাতে চান।এপি
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com