হাফিজুর রহমান শিমুলঃ মাহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন চলাকালীন সময়ে জনসচেতনতায় প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করছেন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনসচেতনতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাক্স না পরে বাহির হওয়ার অপরাধে এবং দোকান খুলে রাখার অপরাধে উপজেলা এলাকায় ১৫টি মামলা ও ২২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, সরকার ঘোষীত লকডাউন এর প্রথম দিন থেকে আজ চতুর্থ দিন পর্যন্ত কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, নাজিমগঞ্জ বাজার, নলতা বাজার, তারালী বাজার, উজিরপুর বাজার, ববালিয়াডাঙ্গা বাজার, বাঁশতলা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ মাক্স না পারার কারণে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার অভিযোগে আদালতে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com