চাপ বাড়ছে ভারতের। সম্পত্তি ভারত এর প্রতিবেশী দেশ মিয়ানমারের জুন্ডা র সামরিক বাহিনীর সদস্যরা সে দেশের গনতান্ত্রিক সরকার কে ভেঙ্গে দিয়ে সামরিক আইন জারি করেছে সারা দেশে। এবং সে দেশের গনতান্ত্রিক সরকার এর প্রধান সুকিকে গৃহবন্দি করে রেখেছে সামরিক সরকার। গনতন্ত্র ফেরার দাবিতে মিয়ানমার রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ এর উপর সামরিক বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে এখন পর্যন্ত মোট,৫৮০,জন নাগরিক কে হত্যা করেছে। মিয়ানমার ছেড়ে প্রতিবেশী দেশ ভারতের অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড ও মিজোরাম ও মনিপুর সহ বিশাল আন্তর্জাতিক বডার টপকাতে উঠে পড়ে লেগেছে। এমন পরিস্থিতিতে ভারত মিয়ানমার বিষয়ে হস্তক্ষেপ দাবি করে আন্তর্জাতিক জাতিসংঘ এ দাবি তুলেছেন ভারত এর স্বায়ী সদস্য শ্রী টি থিরুমূতি। তিনি বলেন অবিলম্বে মিয়ানমারের জুন্ডা সরকার সে দেশের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তি বজায় রাখতে সাহায্য করুক। কিন্তু কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। কারণ মিয়ানমার এ সামরিক বাহিনীর সদস্যদের হাত থেকে ক্ষমতা গনতান্ত্রিক সরকার হাতে ফিরুক চিন চায়না। মিয়ানমারে সঙ্গে চিনের একটি গোপন বোঝাপড়া আছে।তাই ভারতের পূর্ব আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চাপ সৃষ্টি হোক চিন সেটাই চায়। কারণ ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা ভারত বিভিন্ন যায়গায় থেকে সরিয়ে নিয়ে যখন পূর্ব সীমান্তে মোতায়েন করবে, সেই সুযোগে চিন ভারত এর উপর চাপ সৃষ্টি করবে। মিয়ানমারে সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে গতকাল,৬, নিরীহ মানুষ মৃত্যুর প্রতিবাদে আজ দিল্লির রাজপথে প্রতিবাদী মানুষ টায়ার এ আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন।আজ ভারতের বিদেশ সচিব শ্রী অরবিন্দ বাগচী মিয়ানমারের জুন্ডা সরকার এই অমানবিক নির্যাতনের ঘটনার তিব্র প্রতিবাদ করেছেন। ভারত কড়া নজর রাখছে ভারত ও মিয়ানমারের বিশাল আন্তর্জাতিক সীমান্ত উপর।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com