যতো জনের কাছে জানতে চেয়েছি, সবাই প্রথমে আমার পা থেকে মাথা পর্যন্ত কয়েক বার দেখে নিয়েছেন, তারপর মুচকি হেসে সামনে পা বাড়িয়েছেন। দু' একজন আমতা করে বলেছেন কই শুনি নি তো। আর একজন তো আমার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে কয়েকবার দেখে বললেন হাসান ভাই, ইদানিং আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে তো? কতদিন যাবত রবি ঠাকুর' কে মডেল মনে হচ্ছে? ঘুম বেশী হলে এমন হয় নাকি ঘুম কম হলে? ভর দুপুরে নাকি মাঝ রাতে? বেশী গরম পড়লে হয় না----- কি বেশী ঠান্ডা পড়লে? শুনেছি কারো কারো ইদানিং স্নায়বিক সমস্যা দেখা দিচ্ছে, সেরকম কিছু হয়নি তো....? না ভাই সেরকম কিছুই না, ও আচ্ছা সাবধানে থাকবেন।
এ বিষয়ে পত্রপত্রিকা, বই, নেট ঘেঁটে যা জেনেছি, ১৮৮৯ সাল থেকে ১৯৪১ সাল পর্যন্ত প্রায় ১৩৫ টি পন্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন কবি গুরু। এরমধ্যে ঘি থেকে ত্বকের ক্রিম, মিষ্টি থেকে হারমোনিয়াম, KLM air lines থেকে Bata কোম্পানি,রেল কোম্পানি টয়লেট সোপ থেকে কেশ তৈল কিছুই বাদ যায় নি। সব বিজ্ঞাপনেই থাকতো তার জগৎ বিখ্যাত গোঁফ-দাড়িওয়ালা ছবি আর নিচে স্বাক্ষর।
রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট বিজ্ঞাপন প্রবাসি, বসুমতী, আনন্দ বাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, শনিবারের চিঠি, সাধনা, ভান্ডার, কলকাতা মিউনিসিপাল গেজেট, দ্য স্টেটম্যান ও এ্যাডভান্স নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে সবচেয়ে বেশী প্রকাশিত হয়েছে আনন্দ বাজার পত্রিকায়..
অনেক বিজ্ঞাপনের মাঝে সবচেয়ে চমকপ্রদ ছিলো পাগলের মহৌষধ - এর। যার ভাষা ছিলো "ডাঃ উমেশ চন্দ্র রায়ের জগদ্বিখ্যাত পাগলের মহৌষধ,, ৭০ বৎসরের উর্দ্ধকাল যাবৎ লক্ষ লক্ষ দুর্দান্ত পাগল ও সর্ব্বপ্রকার বায়ুগ্রস্ত রোগী আরোগ্য করিয়াছে। মূর্চ্ছা, মৃগী, অনিদ্রা, হিষ্টিরিয়া, অক্ষুধা, স্নায়বিক দুর্ব্বলতা প্রভৃতি রোগেও ইহা আশুফলদায়ক
প্রতি শিশি মুল্য ৫্ টাকা।
বিবরণী-পুস্তিকা বিনামুল্যে পাঠাই
"... আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি" --রবীন্দ্রনাথ ঠাকুর
(চলমান).........
কালেকশনে আরও অনেক বিজ্ঞাপন আছে তবে পেশাগত দায়িত্ব পালনের পর সময় পেলেই লিখবো অাশা রাখি।
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক ✍হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com