হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আব্দুস সামাদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে থানা এলাকার ভাড়াশিমলা ইউনিয়নের সাদবসু গ্রামের মৃত আবুল কাশেম গাজীর পুত্র।
থানা সুত্রে জানাগেছে, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এ এস আই তারিকসহ সঙ্গীয় ফোর্স সাদবসু ইয়াদ আলীর চায়ের দোকানের সামনে থেকে সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সামদকে আটক করেন। এসময় তার নিকট থেকে ব্যাগে রাখা ১ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুস সামাদ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নম্বর ২৯। এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে চোরাচালান, মাদক নির্মূল, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং আইন শৃংখলা সমুন্নত রাখতে থানা পুলিশ অটুট আছে। পুলিশ জনকল্যাণে মানবিক সেবা পৌছে দিতে দিনরাত কাজ করছে। থানা পুলিশের মানবিক কার্যক্রম অনেক দালাল শ্রেনীর পছন্দ হয়না, সেকারণেই নানান ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এদের হাত থেকে রক্ষা পেতে তাদেরকে চিহৃিত করে থানা পুলিশকে অবহিত করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com