বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের দ্বিতীয় দাপে সরকার কঠোর পদক্ষেপ নিলেও মানছেন না সাধারণ মানুষ স্বাস্থ্য বিধি এবং দূরত্ব বজায় রেখে চলছেনা পরিবহন গুলো, এদিকে অলংকার মোড় পুলিশ বক্স পাশে যাএী উঠাছে মিনি মাইক্রো বাসে ডাবল ভাডা এক সিটে,তাও একসিটে তিন জনের সিটে চার/পাচ জন করে উটাচ্ছে।সোমবার বিকালের দিকে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।এ সময় সাধারণ ভুক্তভোগী যাএী গুলো জানান, সরকারের ঘোষিত ১৪ তারিখে লক ডাউন তাই আমরা নিজ নিজ গ্রামের বাড়ী চলে যাই, আমাদের আয় রোজগার নাই এই দিকে বাসা ভাড়া বিভিন্ন খরচ জোগাড় করতে আমাদের হিমশিম খাচ্ছি, আবার এই দিকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হয় গন্তব্য স্থলে।
আবার কিছু সচেতন ব্যাক্তি সাতে কথা বললে ওনারা জানান , বাংলাদেশ সরকারের ঘোষিত করোনা মহামারি প্রতিরোধ ক্ষেত্রে লকডাউন ঘোষনা ভালো উদ্যোগ,শুধু বাংলাদেশ না বর্হিদেশে ও লকডাউন চলতেছে,
আবার অতিরিক্ত ভাড়া আদায় ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনেশ্চা একজন টিকিট কাউন্টার ম্যানেজার জানান, তিনি প্রতি গাড়ি ৩০০টাকা করে দিতে হয় বক্সে, টাকা গুলো এইখানে এসে নিয়ে যায় বলেন কাউন্টার ম্যান, কে নিয়ে যান যান্তে চায়লে তিনি বলেন আলমগীর নামে একজন লোক এসে নিয়ে যাই,এদিকে গিয়ে জানতে চাইলে ট্যাফিক পুলিশ সান্জেট শাহাদাত কথা বলতে চাননি সাংবাদিকদের সাথে,
তিনি এড়িয়ে চলেযান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com