ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র তিন সদস্যের বেঞ্চ, পবিত্র কোরআন মাজিদ অবমাননা জের এ সাবেক শিয়া সম্প্রদায় এর প্রধান সইদ ওয়াসিম রিজভী কে,৫০,০০০,টাকার জরিমানা করেছে। সেই সঙ্গে পবিত্র কোরআন মাজিদ অবমাননা করার জন্য যে পিটিশন দায়ের করা হয়েছিল তা একেবারেই খারিজ করে দিয়েছেন তিন বিচারপতি র ডিভিশন বেঞ্চ। সাবেক শিয়া ওয়াকাফ বোর্ড প্রধান সইদ ওয়াসিম রিজভী এক পিটিশন জানান যে পবিত্র কোরআন মাজিদ এ যে,২৬,টি স্তাবক আছে তা মুসলিম ধর্মপ্রাণ সন্ত্রাসীদের কাছে গ্রহণযোগ্য। এবং ঐ স্তাবক নিয়ে তারা বিভিন্ন যায়গায় হামলা চালায়।এটি অবিলম্বে বাদ দেওয়া হোক। কিন্তু সইদ ওয়াসিম রিজভী বিরুদ্ধে সবর হয় গোটা ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা। এবং ভারতের সংখ্যালঘু বোর্ড এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।তারা রিজভী আবেদন বিরোধিতায় পিটিশন দায়ের করে। অবশেষে আজ ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি মিঃ রোহিঙ্গটন এফ হরিম্যান জানিয়েছেন যে, পবিত্র কোরআন মাজিদ কোথাও লেখানেই ঐ পবিত্র স্তাবক সন্ত্রাস বাদের জন্ম দিয়েছে।তাই তার আবেদন খারিজ করে দিয়ে, পবিত্র কুরআন শরীফ উপর মামলা দায়ের করার জন্য সইদ ওয়াসিম রিজভী কে,৫০,০০০,টাকার জরিমানা করা হয়েছে। তার কোন আবেদন ভারতের মহামান্য সুপ্রিম কোর্টে চলবেনা।আজ এই রায়ের ফলে উল্লাসিত ভারতের মুসলিম উম্মাহর ঐক্য ও মুসলিম ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com