দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার মাটিতে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে আসতে পারেননি।তার কারণ বঙ্গে নির্বাচন হোওয়ার আগে ভারত এর কেরল ও অসম এবং তামিলনাড়ু ও পন্ডিচারীর বিধানসভায় ভোট ছিল।ব্যাস্ত ছিলেন নির্বাচনী প্রচারে।ঐ সব রাজ্যে নির্বাচনী প্রচার শেষ হয়ে যাওয়ার পর বঙ্গে আজ প্রথম প্রচারে আসছেন।আজ দিল্লি থেকে বিশেষ হেলিকপ্টার এদিন উত্তর বঙ্গের উত্তর দিনাজপুর এর গোয়ালপোখর সভা করবেন বেলা তিন ঘটিকায়।তার পর সোজা সড়ক পথে রাহুল গান্ধী যাবেন পাশের জেলায় মাটিগাড়া ও নকশালবাড়ি এবং ফাঁসিয়াবাদে, ওখানে সভা সম্পন্ন করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।আজ রাহুল গান্ধী যখন সভা করবেন ঔ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ও বিরোধী দলের নেতা আব্দুল মান্নান থাকতে পারবেন না। তবে থাকবেন কংগ্রেসের নেতা শ্রী নেপাল মাহাতো ও কংগ্রেসের নেতা শঙ্কর মালাকার সহ বিশিষ্ট কংগ্রেসের নেতা ও কর্মীরা। রাহুল গান্ধীর উদ্দেশ্য হল সংযুক্ত মোর্চা হোক পশ্চিম বাংলার ক্ষমতার নির্নয় শক্তি। এদের ছাড়া কেউ সরকার চালাতে পারবে না।দেখার বিষয় আগামী,২, বাংলার মসনদে দেখতে চাইছেন কাকে তার জন্য অপেক্ষা করতে হবে সকলকে।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com