ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শুক্রবার তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সফরকালে তিনি সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিগ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া ও রোহিঙ্গা উদ্বাস্তুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। শনিবার সকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে।
রোববার সকালে পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির। এরপর যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই ফিরে যাবেন দিল্লিতে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com