চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাইফুল ইসলাম সাকিব (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২), মো. মহিউদ্দিন (২২) ও মোশাররফ হোসেন আকাশ (২২)।
শুক্রবার ভোর রাতে নগরীর চকবাজার থানাধীন জঙ্গিশাহ মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত ৭ জুলাই রাতে গণধর্ষণের শিকার ওই ছাত্রীর বাসায় পড়াতে আসেন তার গৃহ শিক্ষক। এসময় স্থানীয় ৫-৬ জন বখাটে বাসায় ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ওই ছাত্রীকে গণধর্ষণ করে। ধর্ষণের পর কাউকে না বলার জন্য হুমকি দেয়।
ওসি বলেন, গণধর্ষণের অভিযোগ পাওয়ার পর মহিউদ্দিন, সাকিব, আশিক, রাজবীর ও আকাশ নামে পাঁচ বখাটেকে গ্রেফতার চকবাজার থানা পুলিশ। গ্রেফতার হওয়া বখাটেরা এলাকায় এ রকম অপকর্ম করলেও তাদের ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com