প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৮:০৯ পি.এম
রাজশাহী সিটিহাটের ডোবায় ড্রামের মধ্যে এক নারীর লাশ উদ্ধার।।মানুষের কল্যাণে প্রতিদিন
লিয়াকত :রাজশাহী সিটি হাট এলাকার ডোবায় একটি ড্রামের মধ্যে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর সিটি বাইপাস গরুর হাট এর পাশে একটি ড্রেনের মধ্যে একটি ড্রাম ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওই ড্রামটি ওপরে তোলার ব্যবস্থা করে।
এরপর ড্রামের ভিতর অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ দেখতে পাওয়া যায়। পরে ওই নারীর লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় এক কৃষক জমিতে পানি শেষ দিতে গিয়ে ড্রেনের মধ্যে একটি ড্রাম ভাসতে দেখেন। এরপর তিনি ওই ড্রামটি ভাঙ্গার চেষ্টা করেন। এ সময় তিনি ড্রামের ভেতর একটি পা দেখতে পান। এরপর আতঙ্কিত হয়ে ওই কৃষক পুলিশকে খবর দেন।
নগরীর শাহমখদুম থানা পুলিশ জানায় অজ্ঞাত ওই নারীর বয়স ২৫ থেকে ২৬ বছর হবে। দূরে কোথাও হত্যা করে তাকে গাড়িতে করে নিয়ে এসে সিটি বাইপাস হাটের পাশে ড্রেনের মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।’ এ নিয়ে থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান ওসি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com