প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১২:১৪ পি.এম
সাহায্যের আবেদন : মনিরুল ইসলাম
লাশের সংখ্যা বাড়ছে রোজ। হাসপাতালে আর খালি শয্যা নেই, আইসিইউ নেই, সিসিইউ নেই, ফ্লোরে ফাঁকা জায়গা নেই, জায়গা নেই করিডোরে, সিঁড়ির মুখে। নেই ভিআইপি, সিআইপি, সব যেন বেওয়ারিশ রোগী। একটি বেডের জন্য আরেকটি লাশ বেরোনোর প্রতীক্ষা। গোর-খোদকরা ব্যস্ত খুব। তড়িঘড়ি পুঁতে ফেলছে ভাইরাসলাগা মানুষের দেহ। পৃথিবীর বাতাসে বিষ, দু'টান অক্সিজেনের জন্য ফুসফুসের হাপর টান! পৃথিবীতে মহামারী চলছে। পৃথিবীতে মহামারী চলছে।
মহামারির এই দ্বিতীয় ধাক্কায় সর্বাত্মক লকডাউন চলছে। দিন আনা- দিন খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। ক্যামেরার সামনে বা পিছনে কর্মহীন হত-দরিদ্র মানুষকে সাহায্য করার ছবি আর চোখে পড়ছে না। পেটে ক্ষুধা, খালি থাল, নির্বাক চোখে খাবারের আবেদন। কাজ নেই, টাকা নেই, খাবার নেই।
শহরের ভাসমান মানুষ ফিরে গেছে গ্রামে। মাথার ওপর চৈত্রের খা-খা আগুন জ্বলা রোদ ছাড়া আর কিছু নেই। গরীবের হাহাকারের শব্দ বেশিদূর ছড়ায় না। সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র সব হজম হয়ে গেছে ক্ষুধার্থ পরিপাকতন্ত্রের কাছে।
সুতরাং মানুষকে সাহায্য করুন। যাদের সাহায্য করার সামর্থ আছে তারা দয়া করে সাহায্য করুন। মরা মানুষের জন্য না কাঁদুন, অন্তত জীবন্ত মানুষকে বাঁচিয়ে রাখতে একটু সহায়তা করুন। মানুষের হাহাকার যদি হৃদয়ে পৌঁছায় তবে একটু সদয় হন, দয়া করুন।
ঔষধ লাগবে না, পথ্য লাগবে না, পেট চালানোর জন্য শুধু কিছু খাবার সাহায্য করুন। খাবার কেনার জন্য ক’টা টাকা সাহায্য করুন। এখন মানুষের খুব বিপদ, পেটের জ্বালা বড় জ্বালা। মানুষের কষ্টের খবর নিন এখনই। বিলাসিতা আপাতত স্থগিত করে দুঃখী মানুষের মুখের দিকে চেয়ে দেখুন। দরকার হলে সাহায্য করার ছবি তুলে রাখুন, মানুষকে বলে বেড়ান যে, আমি এতো এতো মানুষকে সহায়তা করেছি। তবুও সাহায্য করুন, সাহায্য করুন।
মহামারী একদিন শেষ হবে। যারা বেঁচে থাকবে তাদের শোকের আয়ুও শেষ হবে একদিন। সেদিন যেন বলতে পারি, মানুষ বেঁচে আছে মানুষের সহায়তায়।
মনিরুল ইসলাম
পরিচালক
খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com