১ বুঝলাম না বাহে। দুই পুলিশের মাঝখানে সৌভাগ্যবান ব্যক্তি বাঙ্গালি জাতির জন্য উপহারস্বরুপ হাসিমাখা মনে কি যেন নিয়ে এসে ফটোশেসনে দাঁড়িয়েছেন। আপনারা সকলে ওনাদের কবর আজাবের জন্য দোয়া করবেন। দেখুন না হাসির ওজন কত?
২ ফটোশেসনে যিনি দড়ি বাঁধা তিনি হলেন রাষ্ট্রীয় মিডিয়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লালমনিরহাট প্রতিনিধি। সংবাদ সংক্রান্ত বিরোধের জেরধরে রাষ্ট্রীয় বাহীনি বিজিবি তাকে মারধরে আহত শেষে এক বোতল ফেনসিডিল দিয়ে ফটোশেসন করে। যা গোটা সাংবাদিক সমাজকে আহত, লাঞ্ছিত, লজ্জিত, ব্যথিত, মর্মাহত এবং হৃদয়ে রক্তক্ষরণ করে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (BMSF) পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।
অন্যদিকে এই কাজের মাষ্টার মাইন্ডখ্যাত ধরলা বিজিবি ক্যাম্প কমান্ডার আনোয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আনোয়ারের তার মত জানোয়ার দ্বারা যেন মানুষ আর ক্ষতির সম্মূখীন না হন এজন্য আরেকবার তার রুহের মাগফেরাত কামনা করি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com