প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ৭:৫৮ এ.এম
নড়াইলে মহিলার ক্ষতবিক্ষত পচালাশ উদ্ধার।।মানুষের কল্যাণে প্রতিদিন
উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:
নড়াইল পৌরসভা এলাকার আলাদাতপুর আবাসিক এলাকায় প্রয়াত বিএজি লুৎফর রমানের বাড়ির সিমানা প্রাচিরের মধ্যে অপরিচিত মহিলার ক্ষতবিক্ষত পচালাশ উদ্ধার। সদর থানা পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার উদ্ধারপর সুরহতাল করে নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
লাশের পাশে একটি রক্তাক্ত প্লাষ্টিকের চাউলের বস্তা, তারপাশে উপুড় ও মাজার পর থেকে ২পা মোড়ানো বামপা রক্তাক্ত ভাঙ্গা, বাম মাথার কপাল কানের উপরের হাড় ফাটা পচা রক্তাক্ত। পরনে নীল গেন্ঞ্জী তলে কালো সেমিজ, কচি কলাপাতা রঙ্গের পাজামা, উচ্চতা সাড়ে ৪ফুট হবে। মাথার চুল কাটা প্রায় দেড়ইন্ঞ্চি লম্বা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com