প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৯:২৭ এ.এম
পটুয়াখালী জেলায় অসংখ্য ডাইরিয়া রুগী।।মানুষের কল্যাণে প্রতিদিন
জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ পটুয়াখালী জেলা।
পটুয়াখালী জেলার অবনতিশীল ডায়রিয়া পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে ডায়রিয়া প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয়ভাবে সংগৃহীত ২০০০ প্যাকেট স্যালাইন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসার জন্য উক্ত হসপিটাল দুটিতে একটি করে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব তানিয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ; জনাব শেখ আব্দুল্লাহ্ সাদীদ, উপজেলা নির্বাহী অফিসার, দুমকী; জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মির্জাগঞ্জ; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com