প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৯:৪০ পি.এম
রাজশাহী বায়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন।।মানুষের কল্যাণে প্রতিদিন
উদ্বোধনকালে পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, " সেবাই পুলিশের ধর্ম" এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও এ পুলিশ ফাঁড়ি বায়া এলাকায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এলাকার প্রতিটি মানুষই এর সুফল পাবে বলে জানান আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে কোভিড-১৯ নিয়ন্ত্রনের উদ্দেশ্যে সরকারের চলমান লকডাউনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ৫০ জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পুলিশ কমিশনার
মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ হিসেবে একটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ ও ৫০০ গ্রাম পেঁয়াজ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার সিটিএসবি (বিপিএম-বার) এ এফ এম আঞ্জুমান কালাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) আব্দুর রকিব, শাহমখদুম উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, শাহমখদুম সহকারী পুলিশ কমিশনার সোনিয়া পারভীন, কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান , বায়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি.এস.আই মোঃ আজাদুল ইসলাম প্রমুখ ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com