আজ পশ্চিম বাংলায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটায় কলকাতার রাজভবন এ শপথ নিলেন তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই নিয়ে পর পর তিন বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়। আজ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী সুব্রত বক্সী ও সুদীপ ব্যান্যাজী এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জী এবং বামফ্রন্ট পক্ষ থেকে জানানো হয়েছিল বামফ্রন্ট এর চেয়ারম্যান বিমান বসু ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং ভারতের জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে বলা হয়েছিল, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য ও আদ্বুল মান্নান এবং বিজেপি র পক্ষ থেকে বলা হয়েছিল দিলীপ ঘোষ ও মনোজ টিক্কে সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের।কোভিড করোনা ভাইরাস সব নিয়ম মেনে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রাজভবনের পক্ষ থেকে। শপথ অনুষ্ঠান এর পর একটি চা চক্রে র আয়োজন করা হয় রাজভবন থেকে।পরে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে রাজভবন থেকে সোজা নবান্ন উদ্দেশ্য রওনা দিয়েছে। ওখানে পশ্চিম বাংলার পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার পর তিনি সরাস্ট্র সচিব ও মুখ্যসচিব এবং পুলিশের ডি জি পি ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার প্রথম কাজ হল পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি। সেই সঙ্গে পশ্চিম বাংলার উন্নয়ন এর গতি বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান। পশ্চিম বাংলায় অর্থনৈতিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবরকম সহযোগিতা কামনা করেন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com