রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজিসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী অভিমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন—প্রতিমন্ত্রীর খালাত ভাই গোলাম কিবরিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা কেয়া (৩০), কেয়ার মেয়ে রায়সা খাতুন (৬), ছেলে আহানাব (৫) এবং চালক পলক (৩৫)।এ সময় কেয়া খাতুনের স্বামী আলমগীর হোসেন ও তার কজের মেয়ে গুরুতর আহত হন। আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক মাটিকাটা ব্রিজের কাজে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনাস্থলে খাদিজাতুল কোবরা কেয়া ও তার মেয়ে মারা যান। পরে ছেলে আহানাব ও চালককে রাজশাহী মেডিকেল নেওয়া হলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com