আল মোস্তাহিদ, নকলা উপজেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় আজ রবিবার দুপুরে হাসপাতালের পুরাতন ডক্টরস ভবনে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। উপজেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় শেরপুর সদরের অফিসে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন।
আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের আবাসিক ভবন পরিদর্শন করেছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডা. গোলাম মোস্তফা।
ভবনে কি কারণে আগুন লেগেছে তা জানতে পারেনি কেউ।
সুত্রপাত খুজে পেতে হিমসিম ফায়ার সার্ভিস কর্মীরা।
ইউএইচও গোলাম মোস্তফা বলেন বাবুইপাখির বাসা থেকে আগুন লাগতে পারে অথবা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সূত্রপাতের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।
গত বছর এই ভবনটিতে রিপিয়ারিং কাজের জন্য সরকার বরাদ্দ দিয়েছিল ১৯ লক্ষ টাকা। এক বছর না পেরুতেই ভবন টিকে ঘোষনা বসবাস অযোগ্য বলে জানিয়েছেন ইউএইচও এন্ড এফপিও ডাঃ গোলাম মোস্তফা। তবে বরাদ্দের বিষয়ে উপজেলা কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তিনি ৬ মাস যাবৎ এখানে বদলি হয়ে এসেছেন তার পূর্বের ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনতে সাত সদস্যের ফায়ার সার্ভিস কর্মী ও গাড়িসহ সাইরেন বাজিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। তবে যে পানিতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই পানির গাড়ি আসেনি।
পানি ছাড়া আগুন নেভাতে এসে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শিকার হতে হয়েছে শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে টিউবওয়েল চেপে পানি বালতিতে করে নিয়ে আগুন নেভাতে থাকে।
শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে শেরপুর থেকে নকলা আসার মাঝ পথে থেমে আবার ফায়ার সার্ভিসের পানির গাড়িটি ফেরত চলে যাওয়ায় টিউবওয়েল পানিতে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
উপজেলায় কোনও ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় এর আগেও নকলা উপজেলার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com