মোঃ আবু তৈয়বঃসারাবিশ্বের ন্যায় রাঙ্গামাটিতে ও শবে কদর পালিত। পবিত্র শবে কদর সারারাত ব্যাপী ধর্মপ্রাণ মুসল্লীরা জিকির-আজকার মিলাদ কিয়াম নামাজ ইবাদত করেন।
এইরাতকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।
ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের এই রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়।
হাদিস শরিফে আছে, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের এ রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সুরাও নাজিল করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন শবে কদর উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি রয়েছে।
কেন্দ্রীয় মসজিদ গুলোতে খতিব গন , মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেন,রিজার্ভ বাজার শাহী জামে মসজিদের মুহতারাম খতিব, মাওলানা সৈয়্যদ আবু নওশাদ নঈমী আশরাফী (মু.জি.আ.), দোয়া করেন
কান্নায় ভেসে উঠে সকল মুসল্লিগণ , দেশ ও জাতির জন্য সারা বিশ্বের মানুষের জন্য মঙ্গল কামনা করেন । আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ধর্মপ্রাণ মুসল্লী গান✋ তুলে দোয়া করেন
ও কবরবাসীর জন্য দোয়া করেন। যেসকল প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে ডাক্তার নার্স সহ সকলের জন্য মঙ্গল কামনা করেন। ইতিমধ্যে যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছে সকলের সুস্থতা কামনা করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি আইন মেনে ঈদের জামাত আদায় করতে বলা হয়।
রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত সকাল ৮.০০টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯.০০টায় অনুষ্ঠিত হবে।
আগত ঈদ জামাতে সকল মুসল্লিবৃন্দকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com