থাইল্যান্ডের একটি সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদুল বাশার (৩৪) নামের বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।রাশেদুল বাশার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ছিলেন। গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের স্কলারশিপ নিয়ে এক বছরের ট্রেনিংয়ে তিনি থাইল্যান্ড যান। রাশেদুলের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের লালদিয়া তালুকদার বাড়িতে। তবে তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে তার মরদেহ পৌঁছাবে বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com