মোঃ আবু তৈয়বঃ মৌসুমী ফলমূলের সিজন রাঙ্গামাটি পার্বত্য জেলায় । একই সাথে বাজারে পাওয়া যাচ্ছে আনারস, কলা, আম ,তরমুজ, কাঁঠাল, লিচু পেঁপে ক্রেতা সন্তুষ্ট ।দিন দিন উন্নত হচ্ছে ফলমূল কৃষি খাত ,যেমন পোকা মুক্ত আম , দেশের আম কিনতে গেলে মানুষের মানে থাকেন ভয় ,কিন্তু এবারের রাঙামাটির আম লিচু কোনোটায় নেই পোকার ভয় । বিক্রেতারা বলছেন লকডাউনে পরিপূর্ণ ক্রেতা নেই , দূরপাল্লার বাস বন্ধ হওয়ায় আসতে পারছেন না দূরদূরান্তের ক্রেতাগণ । পাহাড়ে পাহাড়ে বাগানে ভরপুর ফলমূলের, কিন্তু লেকের পানি শুকিয়ে যাওয়ায় ক্যারিং খরচ বেড়েছে ,বলেছেন বিক্রেতারা।মূলত বৈশাখ মাস থেকেই ফলে সিজন শুরু হয় পাহাড়ে, প্রচুর পরিমাণ লিচু, চায়না টু চায়না থ্রি আমের মধ্যে রয়েছে আম্রপালি, ল্যাংগো, নদীপথে হয়ে রাঙ্গামাটি সদর বনরুপা সমতা ঘাট, রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল , তবলছড়ি বাজার কাপ্তাই জেটিঘাট ,কুতুবছড়ি ঘিলাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলা ঘাটে বিক্রেতারা নিয়ে আসেন।সাপ্লাই হচ্ছে দেশের রাজধানীসহ দূর-দূরান্তের জেলাগুলোতে উত্তর- দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যাচ্ছে ফলমূল পাহাড়ি অঞ্চল হওয়ায় রাঙ্গামাটি , ভিন্ন স্বাদের ফল রাঙ্গামাটি অঞ্চলের যেকোনো ফলে আপনার মুখে পাবেন সুস্বাদু ।চোখ রাখুন দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে চলুন,নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com