হাফিজুর রহমান শিমুলঃ আজ (১৩ মে) বৃহস্পতিবার সাতক্ষীরা কালিগঞ্জের প্রতিথযশা সাংবাদিক এস. এম. মঈনুল হাসান বাচ্চু'র আজ ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে পরিবার তথা প্রেসক্লাব বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ রির্পোটার্স ক্লাবের সাবেক সহ সভাপতি প্রথিতযশা সাংবাদিক এস, এম, মঈনুল হাসান বাচ্চু ২০১২ সালের এই দিনে (১৩ মে) কিডনি ও ডায়াবেটিস সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, শান্ত, সদালাপী, অন্যায়ের প্রতিবাদকারী ও একজন ভাল মনের মানুষ। সমগ্র উপজেলাব্যাপী তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গণে ছিলো তার অবাধ পদচারণা। কালিগঞ্জ শিল্পকলা একাডেমি'র সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সর্বোচ্চ ভোটে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিলো তার। জনপ্রিয় এই কলম যোদ্ধার মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাবের তার সহযোদ্ধা সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com