আবুল কালামঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামে নিজ জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে কাজী আবুল হাশেম আবু (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সকালে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামে এই কৃষক হাতির আক্রমণে এঘটনা ঘটে।নিহতের ছেলে কাজী মো. মহসিন জানান-- সকালে ত্রিপুরা সুন্দরী পাহাড়ের পাদদেশে আমাদের কৃষি জমিতে বাবা কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগে ১০-১৫টির বন্য হাতি আমার বাবাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় কৃষক আবু জাফর চৌধুরী জানান, প্রতি বছর ধান পাকলে বন্য হাতির দল লোকালয়ে এসে ফসলের ব্যাপক ক্ষতিসহ অনেক কৃষককে এভাবে মেরে ফেলেছে। বন বিভাগকে হাতি তাড়ানোর জন্য কৃষকরা অনুরোধ করলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে ত্রিপুরা সুন্দরী এলাকার শতশত কৃষক জানমালের ক্ষতির সম্মুখিন হচ্ছে।
রাঙ্গুনিয়া বনরেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খাবারের সন্ধানে লোকালয়ের কাছে চলা আসা হাতিগুলো তাড়াতে আমরা চেষ্টা চালাচ্ছি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি বলেন, ত্রিপুরা সুন্দরী গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com