প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২১, ৭:০২ পি.এম
টঙ্গীতে ছয় দোকানে দুর্ধর্ষ ডাকাতি ;মালমাল লুট আহত দুই।।মানুষের কল্যাণে প্রতিদিন
নাসরিন পারভীন মিমি ঃ
গাজীপুরের টঙ্গীতে ছয় দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় দুইজন নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন।
আহতরা হলেন, নয়ন (৩২) ও জাফর (৫৫) তারা নৈশ প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার ১৭ মে মধ্য রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত একটি পিকাপ ভ্যানে করে এসে হাজী বারেক মার্কেটের সামনে দাড়ালে নিরাপত্তা প্রহরী নয়ন (৩২) তাদের সাথে কথা বলতে গেলে তাকে লোহার রড দিয়ে বেধরক পিঠিয়ে গুরুতর আহত করে। পরে পর্যায়ক্রমে ছয়টি দোকানের তালা কেটে মালামাল লুট করে এবং সবগুলো দোকানের ভোল্ট ও ক্যাশ ভেঙ্গে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এসময় ফিউচার ষ্টীলের ভিতরে থাকা অপর নিরাপত্তা প্রহরী জাফর (৫৫) বাধা দিতে গেলে তাকেও বেধরক পিটিয়ে আহত করে।
উত্তরা টায়ার এন্ড ব্যাটারি সপ এর মালিক মোঃ আলমগীর হোসেন জানান, সকালে লোক মারফত জানতে পারি দোকনে ডাকাতি হয়েছে এসে দেখি আমার দোকেনের সব ব্যাটারি ও নতুন টায়ার নিয়ে গেছে মালামাল সব এলোমেলো ভাবে পরে আছে। করোনাকালীন ব্যাবসায়ীক মন্দার ভিতর এরকম ঘটনায় আমি পথে বসে গেলাম।
ফিউচার ষ্টীলের মালিক মোঃ হুমায়ুন কবির জানান, দোকানের তালা কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে আমার নিরাপত্তা প্রহরীকে মারধর করে দোকানের ভোল্ট ভেঙ্গে দুই লক্ষ টাকা নিয়ে যায়।
বিষয়ে কথা হলে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পুলিশের একাদিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে এই ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com