মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জঃশ্রীনগরের মাইজ পাড়ার খেলার মাঠে আড়িয়াল বিলের দেশি প্রজাতির মাছের আড়ৎটি প্রায় পঞ্চাশ বছর যাবৎ একই ভাবে জমে উঠেছে। আজো লক্ষ লক্ষ টাকার মাছ কেনাবেচা হয় এ আড়ৎটিতে।এর কারন আর কিছু আড়িয়াল বিলের দেশি প্রজাতির সুস্বাদু টাটকা মাছ। বিলে রয়েছে অসংখ্য ডাংগা,ডকা পুকুর।
এখানে পাওয়া যাবে দু বছরের তিন বছরের পুড়োনো কৈ, শিং, মাগুর, টেংরা,পুটি,খৈলসে,পাবদা, আইড়,বাইম, রুই, কাতল,চিতল, বোয়াল,শৈল গজার,টাকি,মেনি,এবং বৈচা আড়িয়াল বিলের আরেক নাম বৈচার বিল।বর্ষার মৌসুমে বিলের পানিতে ভরাট থাকার কারনে অন্যান্য অঞ্চলের মাছের তুলনা আড়িয়াল বিলের মাছ অধিক সুস্বাদু হওয়ার দেশ জুড়ে ব্যাপক সুনামও চাহিদা রয়েছে।
ফজরের আজান হওয়ার সাথে সাথে বিলের বিভিন্ন ডাংগা ডকার পুকুরের মাছ জেলেরা ঝাকায় করে নিয়ে আসে। সকালের আলো জ্বলতে না জ্বলতে পাইকারও আড়ৎদারদের হাক ডাকে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।
আড়ৎদার মিঞ্জু জানান,এ আড়ৎটি পঞ্চাশ বছরের অধিক পুড়োনো এখানে আড়িয়াল বিলের মিঠাপানির মাছ পাওয়ার কারনে আজো লক্ষ লক্ষ টাকার মাছ কেনা বেচা হয়।তিনি আরো যানান,পাইকারি বিক্রয়ের পাশাপাশি এলাকার লোক ছোট ছোট ডাক কিনতে পারে পাইকার বাসু জানান,এখানকার মাছের চাহিদা বেশি থাকায় খুব সহজে বেচা বিক্রয় করা যায়।
তিনদোকানের প্রবিন পাইকার নরহরি বলেন,আমি প্রায় চল্লিশ বছর যাবৎ এ আড়ৎ থেকে মাছ কেনাবেচা করছি আড়িয়াল বিলের মাছ হওয়ায় খুব সহজে বিক্রয় করা যায়।