ঢাকা বুধবার ১৯ মে ২০২১: করোনা থাক, প্রচন্ড গরমই থাক আর অঝোর ধারায় বৃষ্টি হোক তবুও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে চাই প্রতিরোধ- প্রতিবাদ। আগামিকাল বৃহস্পতিবার ২০ মে সকাল ১১ টায় দেশব্যাপী সকল জেলা-উপজেলায় (যে কোন সংগঠনের ব্যানারে) সাংবাদিক রোজিনা ইসলামের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে, সাজানো মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি, বিচার বিভাগীয় তদন্ত, দূদক কর্তৃক হামলাকারীদের আর্থিক সম্পদের সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রতিবাদ-সমাবেশ চলবে।
দেশব্যাপী এ কর্মসূচী সফল করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আহবান করা যাচ্ছে।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অন্যায়ের বিরুদ্ধে, বাংলাদেশে পেশাদার এবং অনুসন্ধানী সাংবাদিকতার স্বপক্ষের যুদ্ধে অংশ নিতে সকল সাংবাদিক এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
মনে রাখতে হবে, আমরা সরকারের বিরুদ্ধে নই; শুধুমাত্র সরকারের মাঝে লুকিয়ে থাকা সরকার বিরোধী-দূর্ণীতিবাজদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধটা চলবে। শুধুমাত্র ঘরে বসে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে কেউ দায় এড়িয়ে যাবেন না। যে যুদ্ধের মাঠে রোদ-বৃষ্টি আর সব প্রতিকূলতা মাথায় নিয়ে মাঠেই থাকুন।
এ প্রতিবাদ সাংবাদিকদের হারানো সম্মাণ-ঐতিহ্য রক্ষার আন্দোলন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ আন্দোলনে সাংবাদিক রোজিনার ন্যায়বিচারের স্বার্থের আন্দোলনে আপনিও অংশ নিন; প্রতিবাদ-সমাবেশ সফল করুন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com