প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ৭:১৭ পি.এম
পবা উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক।।মানুষের কল্যাণে প্রতিদিন
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার, সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা, ইসলামী ফাউন্ডেশনের সভাপতি, মসজিদ নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার মীম ডেভলপমেন্টের স্বত্বাধিকার মো. মইনুল হোসেন চৌধুরী প্রমুখ।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অধীনে ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে পবা উপজেলার নওহাটা পৌরসভার নওহাটা এলাকায় মসজিদের নির্মাণ কাজ শেষের দিকে। আর এ ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৩৭ লক্ষ টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পায় রাজশাহী মীম ডেভলপমেন্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
এছাড়াও তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। যার ৪০ শতাংশ জায়গার উপর মসজিদটি নির্মিত হচ্ছে। প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। মডেল মসজিদটিতে একসঙ্গে ৯শ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল নওহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com