।।বিধ্বংসী যশ।।
মোঃ আবু হোসেন ঢালী
সাতক্ষীরা সহ দেশবাসী
রাখিবে স্মরণ,
যশ আঘাত হানতে পারে
থাকবে সচেতন।
শক্তিশালি ঘুর্নিঝড়
বাংলাদেশের পরে-
আঘাত হানলে দিতে পারে
লন্ড ভন্ড করে।
চার্জ করে নিন নিজের ফোন
এড়াতে দুর্ভোগ,
বন্ধ হতে পারে কিন্তু
বিদ্যুতের সংযোগ।
শিশু বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে
আগে নিতে হবে,
ঝুঁকি নিলে মনে রাখবেন
নিজের ক্ষতি হবে।
শুকনো খাবার গরম কাপড়
পলিথিনে ভরে,
কাছে নিন কঠিন সময়
কাজে লাগতে পারে।
এসব কাজে সবার জন্য
আছে প্রশাসন,
প্রয়োজনে তাদের কাছে
করতে হবে ফোন।
ই ও নো স্যার নিজ এলাকার
দুঃসময়ের প্রান,
চিন্তিত করে দিচ্ছেন
নিরাপদ স্থান।
ওয়ার্ডে ওয়ার্ডে সেচ্ছাসেবক
সবার কল্যানে-
খবর পেলেই যখন তখন
ছুটবে সবখানে।
সচেতন তাই থাকতে হবে
নইলে সর্বনাশ!
এমনই রুপ নিচ্ছে এবার
বিধ্বংসী যশ।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com