স্মৃতির সিন্দুকের দরজাটা আজ বন্ধ, মা তোমায় না পেয়ে,
আবেগ আর উচ্ছ্বাসে ভরা প্রতিটি কোণে রঙ্গিন স্বপ্নে আঁকা
স্নিগ্ধ জ্ঞানের আলো মা সে তো তোমারি দান।
মা তুমি যে আমার জীবন সুখের স্বপ্নের প্রতিচ্ছবি।
মা তোমার মত আত্নত্যাগী কজন বল আছে।
ভালোবাসা আর উষ্ণ স্পর্শে ঘেরা দেয়ালগুলো,
মা তোমার জন্য করছে বুকটা হাহাকার,
তুমি তো বেঁচে আছো তবে কেন তোমার - তোমার হতভাগা পলাশকে কষ্ট দিচ্ছ?
তুমি কি একটুও বুঝতে পারছনা মা?
মমতাময়ী মা তোমার কণ্ঠস্বর না পেলে, আকাশচুম্বী, অট্রালিকার মত আমার হ্দয় জুড়ে কতটা রক্তক্ষরণ হয়।
আজ নোনাজ্বলের ছবি হয়ে তুমি আমার বুকে কষ্টের চাঁদরে চেঁপে ঝুলে রয়েছো আমার সবটা হ্দয় জুড়ে, চোখের কোনে, মনের গহীনে।এইত সেদিন মুহুর্তের বলে ফেলা শব্দগুলো
জমাট বাধা রক্ত হয়ে আটকে দিলে আমার বুকে,
রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে মা তোমায় আজও না বলা কথা গুলো বলতে না পেড়ে।
ভেসে বেড়ায় ধূলিকণার মত
খালি চোখে তুমি দেখবে না মা
কর্কশ সূর্যের আলো যখন অন্ধকার এই মনে প্রবেশ করে
পাশ থেকে তখন তুমি বুঝবে -মা আমি আছি সব খানে,
মা প্রেরনায় তুমি বিনা কারনে
আমি যে হলাম নিজের কাছে নিজে বন্দী কয়েদি
ক্ষমা করো "মা"
ক্ষমা করো আমায়,
আমি যে আর সহ্য করতে পাচ্ছিনা মা,
চলে এসো,
নিজের জীবন রাখব বাজি
মাগো তোমার সুখের জন্য।
ওমা, মাগো, আমি যে তোমার হতভাগা পলাশ।
লেখকঃ সৈয়দ শফিকুর রহমান পলাশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com