মোঃ আরিফুল ইসলামঃ ১০ মাস বয়সের বকনা বাছুর দুধ দিচ্ছে ' কথাটি শুনতে অবাক লাগলেও ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে টাংগাইলের সখিপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামে। ওই গ্রামের খোরশেদ আলমের বকনা বাছুরটি দিনে তিন লিটার দুধ দিচ্ছে। এ ঘটনা শুনে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বাছুরটি দেখার জন্য।
খোরশেদ আলমের স্ত্রী মর্জিনা জানান, বিদেশী জাতের এই বাছুরটির জন্ম ১০ মাস আগে। ১৫ দিন আগে বাছুরটিকে গোসল করানোর সময় বাছুরটির ওলান ফোলা দেখে ধারণা করেন ওলানে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক বাছুরটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। তিনি আরো জানান, একদিন দুধ সংগ্রহ না করলে ওলান থেকে এমনি এমনি দুধ ঝরে পড়ে। প্রথম কয়েকদিন দিনে আধা লিটার করে দুধ পেলেও এখন দুই বেলা মিলিয়ে তিন লিটার দুধ পাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, হরমোনের কারনেই এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা দেশে আগেও ঘটেছে। তিনি আরো বলেন, ব্যতিক্রমী ঘটনা হলেও দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত।
স্থানীয়রা জানান অল্পবয়সী বাছুর দুধ দেয় এটি ব্যতিক্রমী ঘটনা। তাই প্রতিবেশীরা খবর শুনে বাছুরটি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com