প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ১০:৩৭ এ.এম
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ আটক ১।।মানুষের কল্যাণে প্রতিদিন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক গাজা ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল। ভোর সাড়ে ৫ টায় এক কেজি পাঁচ শত গ্রাম অভিযান গাজাসহ তাকে আটক করা হয়।
আটকটকৃত রবিউল ইসলাম ওই গ্রামের মন্টু শেখের ছেলে। (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)এ'র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোরে এস আই, দেবব্রত চিন্তাপাত্র, এএসআই সেলিমুজ্জামান ও এএসআই নাজিম উদ্দিন,সহ ডিবি পুলিশের একটি দল এড়েন্দা গ্রামে অভিযান পরিচালনা করে রবিউলের বসতবাড়ি থেকে এক কেজি পাঁচ শত গ্রাম গাজা সহ হাতেনাতে তাকে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটকটকৃত রবিউলকে
নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com