ঢাকা রোববার ৩০ মে ২০২১: পেশার মর্যাদা, দাবি ও সাংবাদিকদের অধিকার রক্ষার ১৪ দফা আন্দোলন সফল করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামি একবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ফজলুল কাদের চৌধুরীকে সভাপতি ও মোঃ শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে সহ-সভাপতি ও নাজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়। ৩০ মে রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন।
আগামি ৭দিনের মধ্যে নতুন-পুরাতন সদস্যদের সমন্বয়ে পুর্ণাঙ্গ শাখা গঠনের শর্তে এ কমিটি ঘোষণা করা হয়। বিএমএসএফ আশা করে নতুন নেতৃত্বে কক্সবাজারে সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল হবে। সাংবাদিকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের নেতৃ্ৃবৃন্দ কাজ করবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com