প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২১, ১:৫২ পি.এম
মাদকনির্ভরশীল শিশুদের চিকিৎসাসেবা প্রদনকারীদের প্রশিক্ষণ
নিউজ ডেস্ক: শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত ডাক্তার, কাউন্সেলর, ম্যানেজার এবং এই চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য স্টাফদের জন্য ‘মটিভেশনাল ইন্টারভিউইং ফর টিল্ড্রেন উইথ সাবসটেন্স ইউজ ডিজঅর্ডার” এর ওপর ১ থেকে ৩ জুন ২০২১ তিনদিনব্যাপী অনলাইনে এক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল অনলাইনে ঢাকা আহ্ছানিয়া মিশন এই প্রশিক্ষণ শুরু করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন দা কলোম্ব প্লানের গ্লোবাল মাস্টার ট্রেইনার, জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। গ্লোবাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং অ্যান্ড সার্টিফিকেশন (জিসিসিসি) প্রোগ্রামের শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও সেবার গুণগত মান বৃদ্ধি করে মাদকাসক্তির সাথে সম্পৃক্ত স্বাস্থ্যগত, সামাজিক এবং অর্থনেতিক ক্ষতি কমিয়ে এনে এই সমস্যার সমাধানের লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন যাবত বাংলাদেশে নারী ও পুরুষ নির্ভরশীলদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সম্প্রতি শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য দা কলম্বো প্লানের বাংলাদেশে এপ্রুভড এডুকেশন প্রভাইডার হিসেবে এই দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com