বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ। এর দ্বারা সমাজ উপকৃত হয়, সরকারও উপকৃত হয়। প্রভাবশালী মহল যদি মনে করে, হুমকিধমকি ও সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করা যাবে, তাহলে ভুল করবেন। সাংবাদিকতা বিপন্ন হলে গণতন্ত্রই বিপন্ন হয়। তাই এ সন্ত্রাসী ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে স্বাধীন সাংবাদিকতার স্বার্থ সমুন্নত রাখা হোক।দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হলে নীতির প্রশ্নে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারক, পুলিশ ও সাংবাদিকদের পরস্পরের সহযোগীর ভূমিকায় থাকতে হবে। প্রতিশ্রুতিশীল সাংবাদিকরা ক্ষমতাসীন শক্তি ও পুলিশের নির্যাতনের স্বীকার হন। এ থেকে বেরিয়ে আসতে ঐক্যের কোনো বিকল্প নেই।
লেখক-কবির নেওয়াজ রাজ
সম্পাদক
মানুষের কল্যাণে প্রতিদিন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com