প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২১, ৯:৪১ পি.এম
রাঙামাটি৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আসার আহ্বান,প্রস্তুত২৯আশ্রয়কেন্দ্র।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ আবু তৈয়ব:রাঙামাটি ৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আসার আহ্বান, প্রস্তুত ২৯ টি আশ্রয়কেন্দ্র ।
দীর্ঘ বৃষ্টি লক্ষণ করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মহোরায় ৩৩ টি ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত।
রবিবার ০৬ জুন রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। মধ্যরাত থেকে বৃষ্টি আরম্ভ হলে রাঙামাটি শহরে
ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে বেড়িয়ে পড়েন
রাঙামাটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ।
পাহাড় ধ্বস প্রাণহানির মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে জরুরী সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় রাঙামাটি জেলায় আর কোন প্রাণ হানী না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।খুলে দেওয়া হয়েছে ২৯ টি আশ্রয় কেন্দ্র। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকলকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে ও, দুর্যোগ মোকাবেলায় মাতা ঠান্ডা রেখে কাজ করতে বলা হয়।
যে সকল বৃষ্টি কবলিত ঝুঁকিপূর্ণ এলাকা সেখান থেকে সড়ে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহবান জানান।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মীসহ পৗর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৩ এ জুন যে দূর্যোগ হয়েছিলো , সেই ঘটনার কথা মনে রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙামাটির সকল প্রশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে। যাতে রাঙামাটিতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com