দেবহাটা উপজেলা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ-ই কঠিন অথচ বাস্তবধর্মী সত্যকে সামনে রেখে সখিপুর এর অসহায় বাক ও মানসিক প্রতিবন্ধী পরিবারখ্যাত তথা মরহুম আবুল কাশেম এর পরিবারের পাশে এসে দাঁড়ালেন দেবহাটার উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। একটা সময়ে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন মাঝ সখিপুর এ-র মরহুম আবুল কাশেমের পরিবার। আবুল কাশেম নিজেও একজন মানসিক রোগী হওয়ার কারণে নিজের ধন সম্পদ দেখে রাখতে পারিনি। নিজের সন্তান গুলো প্রতিবন্ধী হওয়ায় আবুল কাশেম এর মৃত্যুর পরে তার সংসার আরও অধঃপতন হয়েছে। বিধবা আন্জুয়ারা বেগম তার তিন প্রতিবন্ধী পুত্র যথা রাজ,তাজ ও ফরিদ দুই স্বামী পরিত্যক্ত কন্যা, পুত্রবধূ, তিন পোতা পুতিন নিয়ে ১০ জনের সংসার নিয়ে অতিকষ্টে দিনযাপন করছে। জমিজমা কেউ না দেখে রাখার কারণে দীর্ঘদিন খাজনা না দেওয়ার ফলে অসহায় পরিবার টির জমিজমা কিছু সরকারের খাস খতিয়ানে চলে গেছে যা অদ্যাবধি কেউ খোঁজ রাখে না। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত খাস জমিতে গৃহহীন দের আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের জন্য সখিপুর নারিকেলি গ্রামের বর্ডারে বালি ফেলতে আসলে এলাকাবাসি জানতে পারে। তখন এলাকাবাসি অসহায় পরিবার এর পাশে এসে দাঁড়ায় এবং কাজ বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেন। বিষয়টি অনুধাবন করে দেবহাটা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কাজ টি বন্ধ রেখে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।