হাফিজুর রহমান শিমুলঃ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো লাইফস্টাইল হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমে দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারনা কার্যক্রমটি দেশব্যাপী পরিচালিত হচ্ছে। মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধাবর(১৬ জুন) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা স্যনিটেরি ইন্সপেক্টর আব্দুস সোবহান প্রমুখ। দেশের সকল পর্যায়ে সাধারণ মানুষের এই করোনা মহামারীর সংক্রমক থেকে নিজের সুরক্ষা সহ পরিবার স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, রতনপুর বাজার, কালিগঞ্জ বাস টার্মিনাল, নলতা বাজার সহ অন্যান্য স্থানে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও কারাভ্যান প্রদর্শন ও লিপলেট বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com