অনলাইন ডেস্কঃ গত বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর বাস্তবায়িত উখিয় ১৩ নম্বর ক্যাম্পের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) জনাব কে. এম. তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব মোহাম্মদ সামছু-দ্দৌজা, ক্যাম্প-ইন-চার্জ জনাব মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, সহকারী হেলথ কো-অর্ডিনেটরটির ডা: সারোয়ার জাহান, খ্রিস্টান এইড মি: সুকান্ত চন্দ্র, জনাব আফরোজা হোসেন, ডা: হালিম রেজা এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ প্রমুখ।
এসময় করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক জনাব কে. এম. তারিকুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রসূতি ও শিশু ওয়ার্ড, জরুরী বিভাগ, পরিবার পরিকল্পনা ও টিকা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য কার্যক্রম, কাউন্সিলিং সেন্টার, ল্যাব রুম, আইসোলেশন রুম, ফার্মেসিসহ অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত এই কেন্দ্র থেকে সমন্বিত স্বাস্থ্য সেবা প্রদান করায় মহাপরিচালকসহ সকলে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৭ থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্টির জন্য স্বাস্থ্য, ওয়াশসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com