নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার, ১৮ জুন ২০২১ টাঙ্গাইল সাহিত্য সংসদের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৩০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৩৩০তম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্যান সাহিত্য পত্রিকার সম্পাদক কবি তৌফিক জহুর এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা এর সহকারি পরিচালক কবি স্নিগ্ধা বাউল।
টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৩০তম পর্বের অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি বিশিষ্ট কবি মাহমুদ কামাল এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল। শুরুতে সদ্য প্রয়াত অগ্রজ কবি শঙ্খ ঘোষের স্মৃতিতে সকল অতিথি ও কবি সাহিত্যিকরা শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে ত্রিশজন কবি কবিতা পাঠ করলেন। অগ্রজ অনুজের এমন সেতুবন্ধন সাহিত্যাঙ্গনে দৃষ্টান্ত হিসাবে থাকবে। সাহিত্যের জন্য একঝাঁক মানুষের যে নিবেদিত মানসিকতা প্রাণ তা টাঙ্গাইল সাহিত্য সংসদ অনুধাবন করালেন সবাইকে। অনুষ্ঠানের প্রধান অতিথি কবি তৌফিক জহুর এবং সভাপতি কবি স্নিগ্ধা বাউল স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বেশি বেশি বই পড়ার প্রতি আহবান জানান সবাইকে।
অনুষ্ঠান শেষে ৩২৯তম পর্বে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন কবিকে যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও লেখক আনোয়ার-উল-আলম শহীদ স্মৃতি পুরস্কার, এডভোকেট জাফর আহমেদ প্রদত্ত মজলুমের কণ্ঠ পুরস্কার ও কবি জাকিয়া পারভিন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা মোমিনুর স্মৃতি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী কবিদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুই আবৃত্তিকারকে যথাক্রমে বুরো বাংলাদেশ পুরস্কার ও এডভোকেট নীহার সরকার প্রদত্ত কবি শ্যামল সেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।
টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৩০তম পর্বের অনুষ্ঠানটি সদ্য প্রয়াত অগ্রজ কবি শঙ্খ ঘোষের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com