প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ১০:৫০ এ.এম
লটকন ফল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোনারগাঁর ৩জন নিহত।।মানুষের কল্যাণে প্রতিদিন
নিহতরা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে সাহাবুদ্দিন, একই এলাকার কমল উদ্দিনের ছেলে মো. মতি মিয়া ও বাড়ি মজলিশ গ্রামের হান্নান মিয়ার ছেলে আবির।
আহতরা হলেন ছোট সাদিপুর গ্রামের হাবিবুল্লাহ ও হিরন।
ছোট সাদিপুর গ্রামের নিহতের স্বজন সোহেল চৌধুরী জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের ৪ জন ও বাড়ি মজলিশ গ্রামের একজন প্রিকাপ চালক নরসিংদী এলাকায় লটকন ফল কেনার উদ্দেশ্যে ভোরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে নরসিংদী চৌতন্ন সৃষ্টিঘর এলাকায় একটি ট্রাংকের সাথে মুখোসুখি সংঘর্ষে পিকাপভ্যানটি ধুমরে মুচরে যায়। এসময় প্রিকাপ ভ্যানের সামনে থাকা সাহাবুদ্দিন, মো. মতি ও চালক আবির ঘটনাস্থলে নিহত হোন। এসময় প্রিকাপভ্যানের পিছনে থাকা ছোটসাদিপুর গ্রামের হাবিবুল্লাহ ও হিরন মারাত্মক আহত হোন। খবর পেয়ে নরসংদী হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে প্রেরণ করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য জেলা মর্গে প্রেরণ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com