হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ২০ জন ঘর পেল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধনের সাথে সাথে রবিবার(২০ জুন) সকাল দশটায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে
কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন উপকার ভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিলাদী প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩শ ৪০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুফলভোগী সুফিয়া খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দৈনিক দৃষ্টিপাত এর ব্যুরো প্রধান আশেক মেহেদী সাংবাদিক শেখ আব্দুল হামিদ, শেখ শোয়েব আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামসহ অতিথিবৃন্দ ভূমিহীন ও গৃহহীন পরিবার সুফিয়া খাতুন, জামিলা খাতুন, আমিনুর রহমান, মাগফের নেচার হাতে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ এর চাবি হস্তান্তর সহ জমির দলিল, নামজারি, পর্চা, ডি সি আর এর কপি ও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুমিহীন সনদপত্র প্রদান করা হয়। পরবর্তী পর্যায়ে আরও ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও প্রদান করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com