প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ৪:৩৯ পি.এম
নারায়ণগঞ্জে কিশোর গ্যাং হোসেন গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার।।মানুষের কল্যাণে প্রতিদিন
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের মোঃ মিলন হোসেন (২৮) ,মোঃ সারোয়ার হোসেন ওরফে অপূর্ব (২৬) ,মোঃ আমিন উদ্দিন জনি (২৭) , মোঃ বাবু (২০) , ভোলার মোঃ ইকবাল হোসেন (১৯) , চাঁদপুরের মোঃ আরিফ হোসেন , কিশোরগঞ্জের মোঃ রবিন (১৮), অপ্রাপ্ত বয়স্ক (০২) জন।
গত ২০ জুন রাতে ল্যান্ডিং মোড়ের একটি চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে এসএস পাইপ-৬টি, সুইচ গ্রিয়ার চাকু-৩টি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি, আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আটককৃত কিশোর গ্যাং (হোসেন গ্রুপ) এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে হোসেন গ্রুপ এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com