প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৮:৩৬ এ.এম
Facebook হ্যাকিং নিয়ে সতর্কতা।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ আবু তৈয়ব :বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ফেসবুক একটি জনপ্রিয় অ্যাপস ।
যোগাযোগ ব্যবস্থার_ অন্যতম সহজ উপায় Facebook,
কিন্তু বর্তমানে প্রতারণা চক্র বেড়েই চলেছে
মানুষকে প্রতিনিয়ত ছলে-বলে-কৌশলে কিভাবে প্রতারণা করবে- প্রতারক চক্র থেকে নেই । দিন দিন এক_ একটা উপায় বের করে নেন তারা - বর্তমানে খুব সহজে হ্যাক করে নিচ্ছে ফেসবুক একাউন্ট। আপনার প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব ? কিছু ভদ্রবেশে মানুষের অ্যাকাউন্ট তৈরি করেন
অথবা কিছু ভদ্র মানুষের অ্যাকাউন্ট তারা হ্যাক করে নেন তারপরে এইসব অ্যাকাউন্ট থেকে মানুষের ম্যাসেঞ্জারে -হোয়াটসঅ্যাপে -ইমো তে ফিশিং লিংক পাঠায় কিছু ফিশিং লিংক পাঠিয়ে অপেক্ষায় বসে থাকে প্রতারক চক্র আপনি আমি ফিশিং লিংকে প্রবেশ করার সাথে সাথে তাদের হাতে মুঠে চলে যায় ফেসবুক অ্যাকাউন্ট ,তারা সাথে সাথে ইমেইল এড্রেস পরিবর্তন করে নেন আর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
তাই যে কোনো লিংক ক্লিক করার আগে আপনার বুঝতে হবে এটা কিসের লিংক। আপনি বুঝতে না পারলে এড়িয়ে চলুন ।তারা ফেসবুক একাউন্ট হ্যাক করে আপনার- আপনার পরিবারের মানুষকে হেনস্থা করার পাশাপাশি আপনাকে যে কোনো বিভ্রান্তিকর সম্মুখীন করতে পারে
কিছুদিনের মধ্যে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরলাম ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com