প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ১০:০৭ পি.এম
নারায়ণগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।।মানুষের কল্যাণে প্রতিদিন
মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
রিয়াজ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার।
গত ২১ জুন সোমবার রাত সোয়া ১২ টায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় তিনি সন্ত্রাসীদের হামলার কবলে পড়েন। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় দারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে কাঞ্চন সুফী দায়েমউদ্দিন হাসপাতাল ও পরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথার ক্ষত স্থানে ১০/১৫ টি সেলাই করেছেন। গতকাল ২১ জুন সোমবার বিকেল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনর উপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছ। এবং বিভিন্ন জায়গায় আসামি ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সোনারগাঁ উপজেলা শাখার সদস্য সচিব মাজহারুল ইসলাম রাসেল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com