হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি(বান্দরবান):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয়ের সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান -২০২১ চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফলজ, বনজ এবং ভেষজ বৃক্ষের চারা রোপন কার্যক্রম অদ্য ২২ জুন ২০২১ খ্রি. হতে ৩০ জুন ২০২১ খ্রি. পর্যন্ত চলমান থাকবে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তানজির আজাদ এর উপস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বনজ এবং ভেষজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এ সময় রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভাইস-চেয়ারম্যান একটি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com