সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, আমি আমার কর্মকান্ড দিয়ে সাতক্ষীরাবান্ধব মানুষ হতে চাই। এ জেলার মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ-দু:খের সাথি হতে চাই। সুশিলসমাজকে সাথে নিয়ে এ জেলার সমস্যা গুলো চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজবো। সাতক্ষীরার প্রধান সমস্যা ঝুকিপূর্ণ বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মানে আমি এ জেলায় যোগদানের আগেরই কাজ শুরু করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগে ইতোমধ্যে কথা বলেছি। আশাকরছি সফল হবো। সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যাসহ যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করবো। নবাগত জেলা প্রশাসক বলেন, এই মুহুর্তে সব চেয়ে বড় চ্যালেন্স করোনা মহামারী মোকাবেলা করা। করোনাকে রুখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সবাইকে মুখে মাস্ক ব্যবহার করা। সাধারণ মানুষ যাতে মুখে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে আমাদের স্ব -স্ব অবস্থান থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। শতভাগ মানুষকে টিকা না নেওয়া পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। যদিও এ জেলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের জনবল সংকট রয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরার যেসব সমস্যা রয়েছে তা সমাধান করতে আমি সকলের সহযোগিতা চাই। পারস্পারিক সহযোগিতা ছাড়া সমস্যা সমাধান এটা সম্ভব নয়। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের জন্য ২৪ ঘন্টা আমার ফোনটি খোলা থাকবে। জেলায় কোন ধরনের দুর্নীতি অনিয়ম হলে আমাকে বলবেন। দেখবেন পত্রিকায় প্রকাশের আগেই সেটা সমাধান হয়েগেছে। সাংবাদিকদের জন্য একটি তথ্য সেল করার বিষয়টিও ভাবা হবে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নিজেদেরকে যেনো নিরাপদ রেখেই করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করি। সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com