ঢাকা সোমবার ২৮ জুন ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র ৯ম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ চলবে। কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে পহেলা জুলাই থেকে ৩১ জুলাই মাসব্যাপী সদস্য সংগ্রহ করা হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে নতুন সদস্য হতে আগ্রহী তারা নিজ জেলা-উপজেলা কমিটির কাছ থেকে অথবা ওয়েবসাইট খেকে ডাউনলোড করে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করে ফি, এককপি ছবি, এনআইডি ও সাংবাদিকতার প্রমানপত্র ফটোকপি সংযুক্ত করে কেন্দ্রে পাঠাতে হবে।
অপেশাদার, সাংবাদিকের বিরুদ্ধে মামলার বাদী ও সাজাপ্রাপ্ত এমন কেউ সদস্যপদে আবেদনের প্রয়োজন নেই। সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় লড়াইয়ে দৃঢ়তার সাথে কাজ করতে আগ্রহী সাহসী ও নির্যাতনের শিকার সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হবে। সদস্যপদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে।
বিস্তারিত জানতে সরাসরি বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর'র ০১৭১২৩০৬৫০১ নাম্বারে হোয়াটসআপ, ইমু এবং ভাইভারে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য,সারাদেশের পেশাদার সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার রক্ষার মহানব্রত নিয়ে ২০১৩ সালের ১৫ জুলাই সংগঠনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে দেশে সাড়ে তিনশ শাখা এবং ৬টি বৈদেশিক শাখায় প্রায় ১৫ হাজার সদস্য রয়েছে। সদস্যরা ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নামে একটি সহযোগি সংগঠন প্রতিষ্ঠাসহ জার্নালিস্ট শেল্টার হোম বিএমএসএফ'র একটি উদ্যোগ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com